পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে জাতীয় পরিষদে বিরোধী দলীয নেতা হিসেবে স্বাগত জানাতে চান পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহসভাপতি ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নতুন করে পার্লামেন্ট পুনর্বহাল করার পর তিনি এমন মন্তব্য করেছেন বলে খবর দিয়েছে অনলাইন জিও টিভি। বৃহস্পতিবার আদালতের রায়কে তিনি ঐতিহাসিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, (অনাস্থা ভোটের পর) শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার পর ইমরান খান হবেন বিরোধী দলীয় নেতা। তাকে আমি স্বাগত জানাই। তিনি আরও বলেন, আমি আশা করি ইমরান খান বিরোধী দলীয় নেতা হিসেবে গণতান্ত্রিক ভূমিকা পালন করবেন।