প্রশাসনের হস্তক্ষেপে রংপুর-ঢাকা বাস চলাচল শুরু

Slider জাতীয়


বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে চলমান বাস ধর্মঘট প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার করেছেন শ্রমিকরা। ফলে তিনদিনের মাথায় রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, মালিক ও শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ তথ্য নিশ্চিত করে আসিব আহসান বলেন, আলোচনায় মালিক ও শ্রমিক পক্ষের নেতাদের মধ্যে ভুলবোঝাবুঝির অবসান হওয়ায় রাত সাড়ে ১০টা থেকে বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো: আবু বকর সিদ্দীক, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), মিনহাজুল আলম, সহকারী পরিচালক (ইঞ্জি),বিআরটিএ ফারুক আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক ইউনিয়নের নেতা ও মালিক নেতারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *