নীরবেই শ্রীলঙ্কা ছেড়েছেন সাবেক ডেপুটি মিনিস্টার নিরুপমা রাজাপাকসে। তিনি মঙ্গলবার রাতে এমিরেটস এয়ারলাইন্সে করে কাতুনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন। উড়ে যান দুবাই। টাইমস নাউ লঙ্কা’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য উইক। প্যান্ডোরা পেপারসে উঠে এসেছিল নিরুপমা রাজাপাকসের নাম। প্যান্ডোরা পেপারস বিশ্ব নেতা, রাজনীতিক এবং বিলিয়নিয়ারদের গোপন সম্পদের তথ্য প্রকাশ করে দেয়। এতে বলা হয় নিরুপমা এবং তার স্বামী থিরুকুমার নাদেসান একটি শেল কোম্পানি নিয়ন্ত্রণ করতেন। এর মাধ্যমে তারা লন্ডন ও সিডনিতে বিলাসবহুল এপার্টমেন্ট কিনেছেন।
অন্যদিকে নিজের দেশের অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ নেই। বিদ্যুত নেই মানুষের। খাদ্য সংকট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে মানুষ সরকারের পদত্যাগ দাবি করে রাজপথে নেমেছে। মার্চেও সেখানে মুদ্রাস্ফীতি ১৮.৭ শতাংশ বৃদ্ধি পায়।