বাগেরহাট: সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দাবালা খাল এলাকা থেকে দুই দস্যুকে আটক করেছে বন বিভাগ।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই ট্রলার ও দুইটি রাম দা জব্দ করা হয়।
আটকরা হলেন, বাগেরহাটের মংলা উপজেলার বৈদমারী এলাকার মোক্তার জমাদ্দারের ছেলে জমাদ্দার আয়নাল হক (২৯) এবং মংলা সিগনাল টাওয়ার এলাকার নূরুল ইসলাম শেখের ছেলে মিজান শেখ (২৭)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটক দস্যুরা শুক্রবার রাত ৯টার দিকে পূর্ব সুন্দরবনের ২নং গোলপাতা কুপে দুটি ট্রলার এবং অস্ত্র নিয়ে হানা দেয়। এ সময় তারা বাওয়ালীদের (গোলপাতা সংগ্রহকারী) কাছ থেকে চাঁদার দাবিতে ৪ শ্রমিককে ধরে নিয়ে যায়।
তাদের বনের গহীনে নিয়ে আটকে রাখে দস্যু বাহিনী। পরে তাদের প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা।
শনিবার সকালে দস্যুরা বনের নন্দবালা খাল থেকে পশুর নদীতে ট্রলারযোগে যাওয়ার সময় দুই জনকে বন বিভাগের কর্মীরা আটক করে।
তিনি আরো জানান, আটক দস্যুরা প্রথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের সুমন বাহিনীর সদস্য এবং ওই ৪ শ্রমিক অপহরণের কথা স্বীকার করেছে।
মামলা দায়েরের পর তাদের মংলা থানায় হস্তান্তর কারা হবে বলেও জানান ওই বন কর্মকর্তা।