নেতাকর্মীদের মারধর না করতে পুলিশের প্রতি আকুতি জানিয়েছেন গ্রেফতার বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বুধবার (৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। পরে তাকে কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যানে বসে তিনি এ আকুতি জানান।
তাকে আদালত থেকে কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যান আটকে দেয় ইশরাকের সমর্থক ও নেতাকর্মীরা। এসময় পুলিশ লাঠিচার্জ করলে প্রিজন ভ্যানে থাকা ইশরাক হোসেন পুলিশের প্রতি এ আকুতি জানান।
পরে পুলিশের অতিরিক্ত ফোর্স এসে টিয়ারশেল ও ফাঁকাগুলি ছোড়ে এবং ইশরাককে বহন করা প্রিজন ভ্যান পেছনে নিয়ে যান। পরে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারে নেয়া হয়।
এর আগে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল শাপলা চত্বর এলাকায় শ্রমিক দলের লিফলেট বিতরণকালে তাকে গ্রেফতার করা হয়।