আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার লক্ষ্যে করণীয় নির্ধারণে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এই সংলাপ শুরু হয়।
এই ধাপে ৩৪ জন গণমাধ্যম ব্যক্তিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসি। এর মধ্যে উপস্থিত হয়েছেন ২৩ জন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এ সংলাপে অংশ নিয়েছেন।
জানা গেছে, আগামী নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে তৃতীয় দফায় দেশের ২৩টি দৈনিক পত্রিকার সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে ১৯ জন বাংলা পত্রিকার এবং চারজন ইংরেজি পত্রিকার সম্পাদক। এছাড়া বিভিন্ন পত্রিকার ১১ জন জ্যেষ্ঠ সাংবাদিককে এ সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
মূলত নির্বাচন নিয়ে সাংবাদিকদের পরামর্শ নিতেই সাংবিধানিক প্রতিষ্ঠানটির এই সংলাপের আয়োজন। এর আগে বিগত মাসে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে দুই দফায় সংলাপে বসে কমিশন।