ই-অরেঞ্জের বিরুদ্ধে ৫ শতাধিক গ্রাহকের রিটের আদেশ বুধবার

Slider বাংলার আদালত

টাকা ফেরত দেয়ার নির্দেশনা চেয়ে ই- কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জে ক্ষতিগ্রস্থ ৫৪৭ গ্রাহকের দায়ের করা রিটের শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য রেখেছেন হাইকোর্ট।

বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ দিন ধার্য করে আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

টাকা ফেরত এবং কত টাকা বিদেশ পাচার করা হয়েছে, তা অনুসন্ধানে নির্দেশনা চেয়ে গত ৩ এপ্রিল রিটটি দায়ের করেন ক্ষতিগ্রস্থ তারেক আলমসহ ৫৪৭ জন গ্রাহক।

রিটে দুর্নীত দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *