আইন-আদালত সরকারের নির্দেশে চলছে: মির্জা ফখরুল

Slider রাজনীতি

ঢাকা: দেশের আইন-আদালত সবকিছুই এখন বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নির্দেশ মোতাবেক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানার মামলায় বিএনপি কর্মী নবী, স্বাধীন, মুকতার, ওয়াসীম, কামাল, রুবেল ও খায়রুলকে আদালত সাজা দেওয়ার পর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
সোমবার (৪ এপ্রিল) রাতে গণমাধ্যমে ওই বিবৃতি পাঠান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের আইন, আদালত সবকিছুই এখন বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নির্দেশ মোতাবেক চলছে। বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আইন, আদালতকে হাতিয়ার বানিয়েছে। ’
দেশ এখন সম্পূর্ণরূপে ফ্যাসিবাদী কায়দায় চলছে দাবি করে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, ‘বিএনপি এবং এর সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও গায়েবী মামলা দায়ের এবং আদালত কর্তৃক কারাদণ্ডাদেশ দেওয়ার মাধ্যমে দেশে জুলুমের শাসন চালানো হচ্ছে। ’

বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার দেশ শাসনে সর্বক্ষেত্রে নজিরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখতে বেপরোয়া হয়ে গেছে। আর এরই অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানার মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি কর্মী নবী, স্বাধীন, মুকতার, ওয়াসীম, কামাল, রুবেল ও খায়রুল প্রত্যেককে আদালত কর্তৃক দুই বছর দুই মাস করে সাজা দেওয়া হয়েছে। তবে সরকারের অপকর্ম ও ভয়াবহ দুঃশাসনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ’

বিএনপি মহাসচিব অবিলম্বে সাজাপ্রাপ্ত বিএনপি কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *