গ্রাম বাংলা ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠেছে কোস্টারিকা। রোববার অনুষ্ঠিত ম্যাচটির ফলাফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে। গ্রিসের চতুর্থ পেনাল্টি শটটি (গেকাসের নেয়া) কোস্টারিকার গোলরক্ষক নেভাস ফিরিয়ে দিলে খেলার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। কোস্টারিকা তাদের পঞ্চম শটটিও গোলে রূপান্তরিত করায় ৫-৩ গোলে জয়ী হয় তারা। গ্রিসের শেষ শটটির প্রয়োজন পড়েনি।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
প্রথমার্ধের খেলা গোলশূন্য ছিল। খেলার ৫২তম মিনিটে গোল করে কোস্টারিকাকে এগিয়ে নেন ব্রায়ান রুইজ। খেলার একেবারে শেষ সময়ে সমতা ফেরায় গ্রিস। সক্রাটিস প্যাপাসআথোপলাস সমতাসূচক গোলটি করেন।
ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকে। ফলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়।
এর আগে ব্রাজিল পেনাল্টি শুটআউটে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে।