গাজীপুরে এক বছরে মাদকের ১৯০২ মামলা

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর মহানগর ও জেলায় গত বছরে মাদকদ্রব্য সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে ১ হাজার ৯০২ টি। এই সময়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৬১২ পিস আর হেরোইন উদ্ধার হয়েছে প্রায় ২০ কেজি। মাদকদ্রব্যের অপব্যবহার রোধ বিষয়ক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।’মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই সেøাগানকে সামনে রেখে গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুর পিটিআইয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরীন পারভীনের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আনিসুর রহমান, বিশেষ অতিথি জিএমপি’র এডিসি নূর-ই- আলম সিদ্দিক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফর উল্লাহ কাজল বক্তব্য রাখেন। কর্মশালায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশ নেন। প্রশিক্ষণের বক্তাগণ বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলের কোন বিকল্প নেই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *