ঢাকা: ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের তফসিল চলতি মাসেই ঘোষণার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই মাসেই (মার্চ) ডিসিসি ও চসিক নির্বাচনের তফসিল দিতে হবে। কেননা রোজার আগেই এই দুটি নির্বাচন শেষ করতে হবে।
কাজী রকিব উদ্দিন আহমদ জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সঙ্গে আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।
এর আগে ডিসিসি ও চসিক নির্বাচন নিয়ে রাজধানীর নির্বাচন কমিশনের সভাকক্ষে পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, আনসার ও ভিডিপি’র মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং গোয়েন্দা সংস্থার ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ।