ঢাকা থেকে লিবিয়া যাওয়া বাংলাদেশী সাংবাদিক জাহিদুর রহমান ও তার সঙ্গী প্রকৌশলী সাইফুল ইসলামের পাঁচ দিন পর খোঁজ মিলেছে। তারা দেশটির গোয়েন্দা হেফাজতে আছেন। লিবিয়ায় বাংলাদেশী রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান গণমাধ্যমকে সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদুর রহমান এনটিভির বিশেষ প্রতিনিধি ও সাভার প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অন্যতম পরিচালক। সাভার পৌর এলাকার শিমুলতলা এলাকার বাসিন্দা তিনি। স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানেই বসবাস করেন।
এদিকে নিখোঁজ থাকা স্থানীয় গাড়ি চালক মোহাম্মদ খালেদের সন্ধান পাওয়া গেছে। তিনি এরই মধ্যে পরিবারের কাছে ফিরে গেছেন।
গত ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে জাহিদুর রহমান ও তার সঙ্গী প্রকৌশলী সাইফুল ইসলাম ও স্থানীয় গাড়ি চালক মোহাম্মদ খালেদ নিখোঁজ হন।
জাহিদুরের স্ত্রী তাসনিমা রহমান বলেন, গত ৩ মার্চের পর থেকে তার স্বামীর সাথে যোগাযোগ বন্ধ ছিল।