সালাহউদ্দিন আহমেদ আটক! পরিবারের জিডি

Slider জাতীয়

66924_salaudin

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদকে আটক করা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এতোদিন আত্মগোপনে থেকেই বিএনপির পক্ষে কর্মসূচি ঘোষণা করে যাচ্ছিলেন তিনি। পরিবারের দাবি তাকে ধরে নিয়ে গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবাপারে থানায় জিডি করেছে তার পরিবার।

তবে পুলিশ, র‌্যাব বা গোয়েন্দা বাহিনীর কেউই সালাহউদ্দিন আহমেদকে আটকের দায় স্বীকার করেননি। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং এর অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর সরকার বলেন, এ ধরনের কোনো খবর আমাদের কাছে নেই।

মিডিয়া উইংএর উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, আমরা সালাহউদ্দিনকে আটক করিনি। কেউ আটক করে আমাদের কাছে হস্তান্তরও করেননি।

তবে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বাংলানিউজকে বলেন, গত রাতে পুলিশ ও র‌্যাবের লোকেরা সালাহউদ্দিন আহমেদকে উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতেও সালাহউদ্দিন আহমেদকে আটক করে নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে।

বিবৃতিতে নজরুল ইসলাম খান বলেন, গত (মঙ্গলবার) রাত ১০টার পর উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২০/৩০ জনের একটি দল সালাহউদ্দিন আহমেদকে তার উত্তরার বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে। একই সঙ্গে বাসার একজন পুরুষ ও একজন নারী কর্মীকেও ধরে নিয়ে গেছে। এর পর থেকে তার পরিবারের সদস্য ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে তাকে গ্রেফতারের কথাও প্রকাশ করা হয়নি। এতে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

অবিলম্বের সালাহউদ্দিনের মুক্তি দাবি করা হয় বিবৃতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *