নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশকে ২৩৫ রানের টার্গেট দিয়েছে ইংলিশরা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলতে পেরেছে ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন সালমা খাতুন।
এটাই নিজেদের প্রথম ওয়ানেডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের শেষ ম্যাচ। এই পর্বে মাত্র একটা জয় পেয়ে নিগার সুলতানা জ্যোতির দল। পয়েন্ট টেবিলে সাতে অবস্থান করছে কেবল পাকিস্তানকে হারাতে পারা বাংলাদেশ। এদিকে ৬ ম্যাচ খেলা ইংল্যান্ডের পয়েন্ট ৬।
শেষ চারে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। বাংলাদেশের বিপক্ষে হারলে সেমিফাইনালে যেতে অন্য দলগুলোর দিকে তাকি থাকতে হয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।
নিজেদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপে খুব বেশি সাফল্য না পেলেও দুর্দান্ত বোলিং আক্রমণ দিয়ে প্রতিপক্ষের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা।