করোনা: দৈনিক সংক্রমণে শীর্ষে দক্ষিণ কোরিয়া

Slider সারাবিশ্ব


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে আরও চার হাজার ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন রোগী। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১২ লাখ ৯৪ হাজার ২৩৩ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪২ হাজার ৯৩০ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৮২০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৬০ জন।

শনিবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসে আপডেট করা সর্বশেষ তথ্যে এটি পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩৯ হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৯২ জন। এনিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১১ লাখ ৬২ হাজার ২৩২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১৪ হাজার ২৯৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *