পোল্যান্ডে ইউক্রেন সীমান্তবর্তী শহরে যাচ্ছেন বাইডেন

Slider ফুলজান বিবির বাংলা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার পোল্যান্ডের জেসোভ শহর সফর করবেন। শহরটির অবস্থান ইউক্রেন সীমান্তের কাছে। হোয়াইট হাউসের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

চলমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন জানানোর অংশ হিসেবে জরুরি ভিত্তিতে ইউরোপ সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে ব্রাসেলসে ন্যাটোসহ কয়েকটি বৈঠকে যোগ দিয়েছেন তিনি। এবার সফরের দ্বিতীয় ধাপে শুক্রবার পোল্যান্ডে যাচ্ছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেনের সফর সম্পর্কে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরবর্তী জোসোভ শহরে বাইডেনকে স্বাগত জানাবেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার গোলা হামলা থেকে বাঁচতে পোল্যান্ডে আশ্রয় নেয়া লাখো ইউক্রেনীয় নাগরিককে পোলিশ সরকার কীভাবে সামাল দিচ্ছে, সে ব্যাপারেও শুনবেন বাইডেন।

এ ছাড়া পোল্যান্ডে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর ৮২তম আকাশ প্রতিরক্ষা দলের সদস্যদের সঙ্গেও জেসোভে দেখা করবেন বাইডেন। তবে বাইডেন পোল্যান্ডে কত দিন থাকার পরিকল্পনা করছেন, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি হোয়াইট হাউস।

এর আগে গত ৫ মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও জেসোভ শহর পরিদর্শন করেন। ইউক্রেনে রুশ অভিযান চলার মধ্যে ন্যাটোভুক্ত পূর্বাঞ্চলীয় দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানাতে তখন পোল্যান্ড সফরে গিয়েছিলেন তিনি। ন্যাটোভুক্ত এ পূর্বাঞ্চলীয় দেশগুলো একসময় সোভিয়েত প্রভাববলয়ের মধ্যে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *