সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ মামলায় বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্রেটের আরও কয়েকজনকে আসামী করা হয়েছে। বলা হয়েছে তারা গত ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়া কানেকশনের অভিযোগ তুলে নির্বাচনে জালিয়াতি করার চেষ্টা করেছিলেন। এতে তিনি এন্তার অভিযোগ করেছেন, যার কোন ভিত্তি নেই। তিনি ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারানোর পর ক্ষমতায় থাকার সময় যেসব অভিযোগ করেছেন ঘন ঘন, তা-ই পুনরাবৃত্তি করেছেন। বলেছেন গত নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্লোরিডায় ফেডারেল আদালতে ১০৮ পৃষ্ঠার মামলা করেছেন ট্রাম্প। বলেছেন ডেমোক্রেটিক উল্লেখিত ব্যক্তিরা সম্মিলিতভাবে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ এনেছিল।
এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ বিষয়ে হিলারি ক্লিনটনের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। মামলায় ক্ষতিপূরণ ও শাস্তির ব্যবস্থা করতে আবেদন করা হয়েছে। এই ক্ষতির পরিমাণ হতে পারে ২ কোটি ৪০ লাখ ডলার। তবে এসব বিষয়ে অভিজ্ঞ আইনজীবী জেফ গ্রল বলেছেন ট্রাম্প মামলা করতে অনেক দেরি করে ফেলেছেন।