ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে পালিয়ে আসা ১ লাখ শরণার্থীকে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। সেই সাথে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত ১০০ কোটি ডলার মানবিক সহায়তাও দেবে দেশটি। বৃহস্পতিবার হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, রাশিয়ার হামলা থেকে পালিয়ে আসা ১,০০,০০০ ইউক্রেনীয় এবং অন্যান্যদের সম্পূর্ণ বৈধ উপায়ে স্বাগত জানানোর পরিকল্পনা ঘোষণা করছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস থেকে এই ঘোষণা এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধকে কেন্দ্র করে ব্রাসেলস শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।
অতিরিক্ত সহায়তা হিসেবে ১০০ কোটি ডলার খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি, চিকিৎসা সরবরাহ এবং অন্যান্য ধরনের সহায়তা প্রদানের জন্য বরাদ্দ করা হচ্ছে বলেও জানিয়েছে হোয়াইট হাউস।