করোনায় ৫ সহস্রাধিক মানুষের মৃত্যু, আক্রান্ত ২৩ লাখ

Slider সারাবিশ্ব


মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় আরো পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ২৩ লাখ মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৫৯৪ জন। মোট মারা গেছেন ৬১ লাখ ২৮ হাজার ৩৮০ জন। আর সুস্থ হয়েছেন ৪১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৩৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৫ লাখ ২৭ হাজার ৩২৯ জন। মোট মারা গেছেন ১০ লাখ এক হাজার ১৭৫ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ১৪ হাজার ৪৬৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ৭০৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৯৯১ জন। ছয় লাখ ৫৮ হাজার ৬৭ জন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *