কাপাসিয়ায় ধান ও মরিচ লুট আহত ৫

গ্রাম বাংলা নারী ও শিশু সারাদেশ

Gazipur_
কাপাসিয়া প্রতিনিধি
গ্রাম বাংলা নিউজ২৪.কম
কাপাসিয়া(গাজীপুর): গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের এক দরিদ্র কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ধান, মরিচসহ বিভিন্ন কৃষি ফসল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে দা, লাঠি দিয়ে এলোপাথারী পিটুনিতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় গতকাল দরিদ্র কৃষক মো. আমাল বাদি হয়ে কাপাসিয়া থানায় ১৬ জনের নামে একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার কড়িহাতা ইউনিয়নের দরিদ্র কৃষক আমাল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৃষি ফসলের চাষাবাদ করে আসছেন। কিন্তু পার্শ্ববর্তী কাশেম গংরা বিভিন্ন সময় আমালের সাথে শত্র“তা করে আসতে থাকে। এরই প্রেক্ষিতে গত শনিবার গভীর রাতে আমালের বাড়িতে কাশেমসহ ১৬-১৮ জন মিলে হামলা চালায়। এ সময় বাড়ির ২টি ঘর ভাংচুর করে লুটপাট চালিয়ে অর্ধশতাধিক মন ধান, ১০-১৫ মন মরিচ, ঘরের চালার টিন, বেড়াসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন দুর্বৃত্তদের বাধা দিলে দা, লাঠি, শাবল দিয়ে এলোপাথারী পিটিয়ে ৫ জনকে জখম করে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।
কড়িহাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ওই ওয়ার্ডের সদস্য গাজী মো. ছানাউল্লাহ জানান, আমালের সাথে কাশেমের শত্র“তা চলছে দীর্ঘদিন যাবত।
এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ জানান, ঘটনাটি খুবই অমানবিক। সাধারণত এমন ঘটনা ঘটেনা। দুর্বৃত্তরা হামলা চালিয়ে ঘরে থাকা ধান, মরিচসহ বিভিন্ন কৃষি ফসল ও ঘরের টিনের চালা লুট করে নেয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *