চীনে ১৩৩ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ খবর দিয়ে জানিয়েছে এতে কি পরিমাণ মানুষ হতাহত হয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। বোয়িং ৭৩৭ বিমানটি দেশটির গুয়াংসি প্রদেশের উঝোউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। এতে একটি পাহাড়ে আগুন ধরে গেছে। ঘটনাস্থলে ছুটে গেছেন উদ্ধারকর্মীরা।

