‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে আছে ২২ মার্চ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, ২৪ মার্চ ঢাকা ছাড়া সব মহানগর, ৩০ মার্চ জেলা, ৩১ মার্চ উপজেলা এবং ২ এপ্রিল ঢাকা মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি।
সংবাদ সম্মেলনে রিজভী স্বাধীনতা দিবসের কর্মসূচিও ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, এরপর দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিবর জিয়ারত। ৩০ মার্চ রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনাসভা হবে। এ ছাড়া পোস্টার প্রকাশ এবং বিএনপির উদ্যোগে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।