ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: নির্মানাধীণ একটি কারখানার মালিক পুলিশের সাবেক মহাপরিদর্শক(আইজি) শহিদুল হকের নাম ভাঙ্গিয়ে পুলিশ-সন্ত্রাসী দিয়ে জনতার তোপের মুখে জোরপূর্বক বিদ্যুতের লাইন স্থাপন করেছেন। এই নিয়ে থানায় ও পল্লী বিদ্যুত অফিসে অভিযোগ হয়েছে।
রোবাবার দুপুরে গাজীপুর মহানগরের দেশিপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। সাবেক আইজির নাম ভাঙ্গিয়ে পুলিশ-সন্ত্রাসীর যৌথ মহড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকার জনৈক আবু তালেব দেশিপাড়া এলাকায় কিছু জমি কিনে একটি কারখানা নির্মান করছেন। ওই কারখানাতে বিদ্যুতের লাইন স্থাপন করতে গিয়ে একাধিক ব্যাক্তির মালিকানা জমি ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা দেখা দেয়। ক্ষতি গ্রস্থরা প্রতিকার চেয়ে গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার(জিএম) বরাবর একটি দরখাস্ত করেন।
রোববার আবু তালেব কতপিয় অস্ত্রধারী সন্ত্রাসী ও জয়দেবপুর থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে এলাকাবাসীর তোপের মুখে জোরপূর্বক বিদ্যুতের খুঁটি স্থাপন করেন। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ জনৈক রুহুল আমিন জয়দেবপুর থানায় অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) দিদারুল আলমকে তদন্তের দায়িত্ব দেন।
কিন্তু অভিযুক্ত দারোগার উপর তদন্তের দায়িত্ব দেয়ায় তিনি কর্নপাত না করে জোরপূর্বক বিদ্যুতের লাইন স্থাপন কাজ সম্পন্ন করে থানায় ফিরেন।
এ ব্যাপারে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) দিদারুল আলম বলেন, সাবেক আইজি শহিদুল হক স্যার পাঠিয়েছেন। আমি বেকায়দায় আছি।