সিলেটে গত এক সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল ও ডালের দাম বেড়েছে। সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে চিনির দাম। পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকার মতো কমেছে। সবজির বাজারেও বেশির ভাগ দাম কিছুটা কমেছে।
বাকি পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট নগরের বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
নগরের আম্বরখানা, জিন্দাবাজার, বন্দরবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রকারভেদে ডাল ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে বাজারে ডালের দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে। কিছু কিছু চালের দাম বেড়েছে।
সবজির বাজার ঘুরে দেখে গেছে, বেশির ভাগ সবজির দাম অপরিবর্তিত আছে অথবা কমেছে। বেড়েছে দু-একটি সবজির দাম। সপ্তাহের ব্যবধানে করলার দাম কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ৭০ টাকা এবং বরবটি ৬০ টাকা। ১০ থেকে ১৫ টাকা বেড়ে লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে।