নুরুন নাহার শ্রাবণী
স্পর্শ করতে না পারার কবিতা
—————–
আমি তোমাকে স্পর্শ করতে পারছি না
দূরত্বের কাঁচে ঠেকে;
ফিরে আসছে আঙুল
অথচ, কতো সহজেই তোমাকে
প্রতিদিন ভালোবেসে ফেলি
তোমাকে পাওয়া না পাওয়ার মাঝখানে থেকে;
আমি আজ যেন কষ্টের এক নীলকন্ঠ পাখি
যদিও এক সময় আমরা একটি আপেল দু’জনে ভাগ করে খেতাম
এখন, আমার প্রেম তোমার গলায়
যেন ধারালো কাঁচের মতো
খঁচ খঁচ করে বিধঁছে