রাশিয়ার সঙ্গে চলমান শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় আরও বেশি বাস্তবতার সুর শোনা যাচ্ছে, তবে একটি চূড়ান্ত অগ্রগতির জন্য এখনও সময় দরকার।”
তার সবশেষ ফেসবুক ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, “রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য সব ইউক্রেনীয় নাগরিককে কাজ করতে হবে, এমনকি রুশ নেতাদের সঙ্গে আলোচনাকারী প্রতিনিধি দলের নেতাদেরও, যারা বর্তমানে জুমের মাধ্যমে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছেন।”
রাশিয়া ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের যেকোনও অভিপ্রায় ত্যাগ করতে এবং ডোনেটস্ক, লুহানস্ক ও ক্রিমিয়ার বিচ্ছিন্ন প্রদেশগুলোকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছে।
আজ বুধবারও আলোচনা চলবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি