ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি বহুতল ভবনে বিমান হামলা করেছে রাশিয়া। এমন এক হামলায় দু’ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
ইউক্রেন সরকারের জরুরি সেবা বিভাগের তথ্যানুসারে, রাশিয়ার বিমান হামলায় দু’ইউক্রেনীয় নাগরিক মারা গেছেন। একটি বহুতল ভবনে বিমান হামলা করলে ওই দু’ব্যক্তি মারা যান। এছাড়া আরো কয়েকটি বহুতল ভবনে বিমান হামলা করেছে রাশিয়া। হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন থেকে ৩৫ ব্যক্তিকে সরিয়ে নেয়া হয়েছে।
রাশিয়ার সেনাবাহিনী সারা রাত ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন বহুতল ভবনে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে কিয়েভ শহরের সরকারি প্রশাসন একটি তালিকা প্রকাশ করেছে। সেগুলো হলো : ইউক্রেনের রাজধানী কিয়েভের স্বিয়াতোশিনস্কি অঞ্চলের ৯ তলা ও ১৬ তলার দু’টি ভবন। কিয়েভের পডিলস্কি এলাকার একটি ১০ তলা ভবন এবং ডার্নিটস্কি এলাকার একটি বাড়ি। এছাড়া লুকিয়ানভস্কা মেট্রো স্টেশনের একটি অংশেও গোলাবর্ষণ করে রুশ সেনারা।