জায়েদ-নিপুণকে আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণের নির্দেশ

Slider বাংলার আদালত


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ ও স্থিতাবস্থা নিয়ে চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

সোমবার চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা জায়েদ খানের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতিসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে চিত্রনায়ক জায়েদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথী। অন্যদিকে নিপুণের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।

আদেশের পর জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘চেম্বার জজ যে আদেশ দিয়েছিলেন, তা কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন আপিল বিভাগ। স্থিতাবস্থার আগে জায়েদ অফিসে বসেছিলেন। কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। স্থিতাবস্থা কঠোরভাবে ফলো করতে বলা হয়েছে। সুতরাং জায়েদ এই দায়িত্ব চালিয়ে যাবেন।’

তবে নিপুণের আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ বলেন, ‘নিপুণ চেয়ারে (দায়িত্বে) আছেন, থাকবেন।’
গত ৮ মার্চ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতের আদেশ অনুসরণ না করার অভিযোগে নিপুণসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *