ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলেছে, মারিউপোল শহরের একটি মসজিদে বোমা হামলা করেছে রুশ বাহিনী। সেখানে ৮০ জনের বেশি মানুষ আশ্রয়ে থাকা অবস্থায় বোমা হামলাটি হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টুইট করে জানানো হয়, সুলতান সুলেমান মসজিদে বোমাবর্ষণ করেছে দখলদার বাহিনী। ৮০ জনের বেশি প্রাপ্ত বয়স্ক পুরুষ, নারী ও শিশু সেখানে আশ্রয়ে ছিল।
তাঁদের মধ্যে তুর্কি নাগরিকও রয়েছে।
সুলতান সুলেমান মসজিদে আশ্রয় নেওয়া এসব নাগরিকদের সরিয়ে নিতে রাশিয়ার সহায়তা কামনা করেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গতকাল রবিবার বলেছেন, তুরস্কের নাগরিকদের সরিয়ে নিতে ‘কয়েক দিন ধরে’ বাস অপেক্ষা করছে। তবে মারিউপোল শহরে চলা সংঘাতের কারণে তাঁদের সরিয়ে নেওয়ার কাজ ব্যহত হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মারিউপোল শহরে আটকে থাকা তুর্কি নাগরিকদের সরিয়ে নিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে সহায়তার অনুরোধ জানিয়েছি। আশা করছি এ ব্যাপারে অগ্রগতি হবে।