গাজীপুর: গাজীপুরে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। রোববার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার নম্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণগাঁও এলাকার মৃত আলম হোসেনের ছেলে নাঈম (১৮), একই গ্রামের আলম মিয়ার ছেলে ফারুক (২৬) ও হিরণ মিয়ার ছেলে রবিন (১৫)
তবে পুলিশ রবিন নিহতের সত্যতা দুপুর পর্যন্ত নিশ্চিত করেনি। এ ঘটনায় আহত ইসমাইলের ছেলে হৃদয় এবং অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একজন নারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে রোববার সকালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হন। পরে তাদের নরসিংদীর মনোহরদী উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রবিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ওসি এএসএম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাঈম ও ফারুক মনোহরদী হাসপাতালে নেয়ার পর মারা যান। রবিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় বলে শুনেছি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে বলে স্থানীয়রা জানিয়েছে।