ইসমাঈল হোসেন, গাজীপুরঃ ১০ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী গাজীপুর জেলা প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে জেলার কালিগঞ্জ উপজেলার জামালপুরে সুখ সাগর পিকনিক স্পটে এ ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা প্রেসক্লাবের আহবায়ক ড. এ কে এম রিপন আনসারীর নেতৃত্বে ক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।
এছাড়াও ফ্যামিলি ডেতে গাজীপুর জেলা প্রেসক্লাবের সদস্য সচিব শফিকুল ইসলাম ভূইয়া, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আবুল কাশেম,গাজীপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন সরকার, সাংবাদিক আবুবকর সিদ্দিক, কবি শাহান শাহাবুদ্দিন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সাংবাদিক রাতুল মন্ডল ও জামালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে ছিল মধ্যাহ্ন ভোজন, আলোচনা, খেলাধুলা, পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যা।
সভাপতির বক্তব্যে এ কে এম রিপন আনসারী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান সবার আগে। তিনি সুন্দর আয়োজনের জন্য ফ্যামিলি ডে আয়োজক উপ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, সদস্য সচিব ডা. বুরহান উদ্দিন অরণ্য, সদস্য আক্তার হোসেন, রফিকুল ইসলাম ও ইসমাঈল হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের সম্মানে এবং মঞ্চে উপস্থিত গাজীপুর জেলা প্রেসক্লাবের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমানের সম্মানে উপস্থিত সবাই এক মিনিট দাঁড়িয়ে সালাম প্রদর্শন করা হয়।