ঢাকার গাজীপুর মহানগরীর গাছা থানাধীন চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় করা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি ১৬ বছর পর গ্রেফতার সাইফুল্যাহ কামরুল
শুক্রবার (১১ মার্চ) দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের হরিভল্লবপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. মাহফুজ (৫০) এবং এনায়েত নগর এলাকার নুরুল আমিন মাস্টারের ছেলে বাহার উদ্দিন বাহার (৩৫)।
এদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাহফুজ ১৬ বছর ও বাহার উদ্দিন বাহার ৯ বছর ধরে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকার গাজীপুর মহানগরীর গাছা থানাধীন চান্দুরা এলাকার একটি চা-দোকানে অভিযান চালায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় ওই দোকান থেকে এসআই রোবেল মিয়ার নেতৃত্বে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাহফুজ এবং হত্যা ও অস্ত্র মামলায় পলাতক আসামি বাহারকে গ্রেফতার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রোবেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।