রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সমঝোতা আলোচনা ইতিবাচক দিকেই আগাচ্ছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে এক আলোচনায় পুতিন জানিয়েছেন, ‘কিছু নির্দিষ্ট ইতিবাচক অগ্রগতি হয়েছে। সমঝোতা আলোচনায় অংশ নেয়া রুশ কর্মকর্তারা আমাকে সেকথা জানিয়েছে।’
বেলারুশের সীমান্ত এলাকায় তৃতীয় দফায় সমঝোতা আলোচনায় বসেছেন রাশিয়া-ইউক্রেনের সমঝোতাকারীরা। এদি বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবার বৈঠক কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
এদিকে রাশিয়ার পার্লামেন্ট ডুমার ৩৮৬ সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এই নিষেধাজ্ঞার আওতায় এই আইনপ্রণেতাদের সম্পদ জব্দ করবে, তারা যুক্তরাজ্যে ভ্রমণও করতে পারবেন না।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘পরররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ৩৮৬ সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ তারা ইউক্রেনের লুহানস্ক ও দোনেতস্ককে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে।
মন্ত্রণালয়টি আরও জানায়, ‘নতুন নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিরা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবে না, এখানে ব্যবসা ও সম্পদ রাখতে পারবে না।’