ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার শিকার ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ থেকে জীবিত উদ্ধার হওয়া ২৮ ক্রু-নাবিক আগামীকাল (বুধবার) দেশে ফিরছেন।
রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টায় তার্কিশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন তারা। সব কিছু ঠিক থাকলে বুধবার দুপুর সোয়া ১২টা নাগাদ ২৮ ক্রু-নাবিক ঢাকা পৌঁছাবেন।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ‘কুয়াশা’র মধ্যে গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিকের বুধবার ফেরার বিষয়টি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও নিশ্চিত করেন। তবে ওই গোলার আঘাতে নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুরের লাশ এখনই দেশে আসছে না বলেও জানা গেছে। হাদিসুরের লাশ ইউক্রেনের এক বাংকারের ফ্রিজারে রয়েছে, সেটি সুবিধাজনক সময় দেশে ফিরিয়ে আনা হবে।