অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে দেরি হওয়ায় পাবনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে এলাকা ছাড়া করানোর হুমকির অভিযোগ উঠেছে সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির বিরুদ্ধে।
আজ মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বিষয়ে অভিযোগ করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কানিজ আইরিন জাহান। এ ঘটনার প্রেক্ষিতে সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জলি দুপুরে পাবনা প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, পরিকল্পিতভাবে আমাকে হেয় করার জন্য এসব করা হয়েছে।
এদিকে সংসদ সদস্য জলি ও সরকারি কর্মকর্তা আইরিন জাহানের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রেকর্ডে শোনা যায়, আপনি নারী হয়ে নারীদের সম্মান করেন না। আপনাকে এক থাপ্পড় মেরে আমি পাবনা ছাড়া করব কিন্তু। আপনার খুব বেশি আস্পর্ধা হয়েছে।