একটি রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। রোববার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলে সুখোই-২৫ নামের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ইউক্রেন সরকারের এক কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউক্রেনের খারকিভ আঞ্চলের প্রশাসনিক প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, খারকিভ আঞ্চলের কাছে ইউক্রেনের বিমানবাহিনী ওই রুশ যুদ্ধবিমানটিকে ভূপাতিত করেছে। ওই সময় যুদ্ধবিমানটির পাইলট বের হতে না পারায়, তিনি সেখানেই মারা যান। ওই রুশ যুদ্ধবিমানটি কুলিনিছি এলাকায় বিধ্বস্ত হয়।
এদিকে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার আক্রমণে ইউক্রেনের খারকিভ আঞ্চলে তাদের দেশের একটি কস্যুলেট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।