যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ক্রেডিট কার্ড কোম্পানি ভিসা ও মাস্টারকার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে।
শনিবার পৃথক পৃথক বিবৃতিতে কোম্পানি দুইটি এই তথ্য জানায়।
মাস্টারকার্ড তাদের বিবৃতিতে জানায়, ‘আমাদের সহকর্মী, আমাদের গ্রাহক ও আমাদের অংশীদাররা এমনভাবে প্রভাবিত হয়েছেন যা আমরা কল্পনা করতে পারিনি। বিশ্বজুড়ে নিয়ন্ত্রকদের চাহিদা অনুসারে বেশ কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠানকে মাস্টারকার্ড পেমেন্ট নেটওয়ার্কে বন্ধ করার আমাদের সাম্প্রতিক পদক্ষেপ থেকেই এই সিদ্ধান্ত এসেছে।’
এর ফলে রাশিয়ার ব্যাংকগুলোর ইস্যু করা মাস্টারকার্ড আর কার্যকর থাকবে না বলে বিবৃতিতে জানানো হয়।
একইসাথে রাশিয়ার বাইরে ইস্যু করা মাস্টারকার্ডও রাশিয়ায় ব্যবহার কার্যকরী থাকছে না বলে জানায় কোম্পানিটি।
অপরদিকে ক্রেডিট কার্ড কোম্পানি ভিসা জানিয়েছে, রাশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সাথে তাদের লেনদেন স্থগিত করার বিষয়ে তারা কাজ করছে।
কোম্পানিটির বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ায় ইস্যু করা ভিসা কার্ড আর দেশটির বাইরে কাজ করবে না এবং রাশিয়ার বাইরে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ইস্যু করা ভিসা কার্ড আর রুশ ফেডারেশনের মধ্যে কাজ করবে না।’
বিবৃতিতে আরো জানানো হয়, ‘ইউক্রেনে রাশিয়ার বিনা উসকানিতে আগ্রাসনের জেরে এবং যে অগ্রহণযোগ্য ঘটনার আমরা সাক্ষী হয়েছি, তাতে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়ছি। এর ফলে আমাদের সম্মানিত সহকর্মী এবং রাশিয়ায় আমাদের সেবা দেয়া গ্রাহক, অংশীদার, ব্যবসায়ী ও কার্ডধারীদের ওপর প্রভাবের কারণে আমরা দুঃখ প্রকাশ করছি।’
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়। অপরদিকে পশ্চিমা দেশভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও রাশিয়ার সাথে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করছে।
সূত্র : সিএনএন