গাজীপুর:গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর মিতালী ক্লাব এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আগুন লাগে।
এলাকাবাসী জানায়, স্থানীয় ইউনূস আলীর গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই গোডাউন থেকে মুহূর্তের মধ্যে পাশের আরও ১১টি ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মালিক পক্ষের দাবি, সেখানে প্রায় ৩০ কোটি টাকার ঝুট মজুত রয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে কোনাবাড়ীর ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এলাকায় পানির সংকট থাকায় ফায়ার কর্মীদের আগুন নিয়ন্ত্রণের কাজে সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি তিনি।