নারী বিশ্বকাপের ১২তম আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ডুনেডিনে বাংলাদেশ সময় শনিবার (৫ মার্চ) ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়েছে।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই ম্যাচটি জয়ের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখতে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা।
বাংলাদেশ একাদশ: শামীমা সুলতানা, শারমিন আকতার, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, মুরশিদা খাতুন, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আকতার, ফারিহা তৃষ্ণা ও জাহানার আলম।
দক্ষিণ আফ্রিকা একাদশ: তাজমিন ব্রিট, লরা ওলভার্ট, লারা গোডাল, সুন লুস (অধিনায়ক), মিগনন ডু প্রেজ, মারিজানে কেপ, ছলে ট্রাওন, তৃষা ছেতি, শাবনিম ইসমাইল, মাসাবাতা ক্লাস ও আয়াবঙ্গা খাকা।