গাজীপুর: গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২২-২০২৩) বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত এডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত এডভোকেট মো. মনজুর মোর্শেদ প্রিন্স সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে ২২টি পদের মধ্যে সভাপতিসহ ১৭টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীতরা এবং সাধারণ সম্পাদকসহ ৫ পদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীতরা নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আজ শুক্রবার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. কফিল উদ্দিন এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সভাপতি পদে এডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী পেয়েছেন ১ হাজার ৬৫ ভোট ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত এডভোকেট ড. মো. সহিদ উজ্জামান পেয়েছেন ৬৮৭ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত এডভোকেট মো. মনজুর মোর্শেদ প্রিন্স পেয়েছেন ৯৩২ ভোট ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত এডভোকেট মো. মিজানুর রহমান সরকার পেয়েছেন ৮২৯ ভোট।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত নির্বাচিতরা হলেন- সাধারণ সম্পাদক এডভোকেট মো. মনজুর মোর্শেদ প্রিন্স, সহ-সভাপতি পদে কে এম হাফিজুর রহমান, সদস্য পদে আফরোজা আক্তার মুন্নি, মো. শাহ আলম ও সজীব মোল্লা বিজয়ী হন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সভাপতি পদে এডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, সহ-সভাপতি মো. কাসেদ আলী, সহ-সাধারণ সম্পাদক মো. বারীউল ছিদ্দিক, কোষাধ্যক্ষ মীর মো. শাহনূর কবির জুয়েল, লাইব্রেরি সম্পাদক গোলাম রাব্বি, অডিটর আর. এ. রোমান মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান খান ঝুমুর, ক্রীড়া সম্পাদক রাজীব আহাম্মেদ রাসেল, মহিলা সম্পাদিকা কাকলী সুলতানা রুমা।
এ পরিষদ থেকে সদস্য পদে নির্বাচিতরা হলেন- আহসান হাবীব দুলাল, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ দোলোয়ার হোসেন, নাজমুল হোসেন বুলবুল, মো. নাসির উদ্দিন দর্জী লিটন, শহিদুল ইসলাম জনি, সনিয়া শারমিন যুথী সরকার ও হাবিবুর রহমান হাবিব।