বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া একশন পুরো ইউরোপের নিরাপত্তাতে এখন সরাসরি হুমকিতে ফেলতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন কলে এসব কথা বলেছেন জনসন। জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ হওয়ার পর পরই এই দুই নেতা ফোনে কথা বলেন।
অগ্নিকাণ্ডকে ভয়াবহ উদ্বেগজনক পরিস্থিতি বলে উদ্বেগ প্রকাশ করেছেন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র। তিনি বলেছেন, উভয় নেতা একমত হয়েছেন যে, অবশ্যই পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে রাশিয়াকে। একই সঙ্গে পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে বিনা বাধায় প্রবেশ করতে দিতে হবে ইমার্জেন্সি সার্ভিসকে। পরিস্থিতি যাতে আরও ভয়াবহতার দিকে না যায়, তা নিশ্চিতে সবকিছু করবে বৃটেন- এমন প্রতিশ্রুতি দিয়েছেন জনসন। এ জন্য কয়েক ঘন্টার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহবান করছেন তিনি।
সেখানে অবিলম্বে রাশিয়া ও ঘনিষ্ঠ অংশীদারদের কাছে বিষয়টি উত্থাপন করবেন তিনি।