শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস: যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে। আগামী জুন মাসে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফোর লেনের কাজ শেষ হবে।
শুক্রবার(৬ মে) বিকেল চারটায় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জয়দেবপুর থেকে ভালুকা পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ পরিদর্শণ শেষে মাওনা চৌরাস্তায় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী জুন মাসে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফোর লেনের কাজ শেষ হবে। ইতিমধ্যে সড়কের ৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে। এ সড়কের মাওনা চৌরাস্তা
ফ্লাইওভার এপ্রিলের প্রথম সপ্তাহে যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থেকে ভালুকা পর্যন্ত সেনাবাহিনী যে কাজটি করছে তা মে মাসে শেষ হবে। ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাবে মন্ত্রী বলেন, তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় সরকার তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ
নেবে কিনা এ ব্যাপারে তিনি বলেন, বিষয়টি আইনী প্রক্রিয়ায় চলবে। এ ব্যাপারে আমার ব্যক্তিগত মন্তব্য করা ঠিক হবে না।
হরতাল অবরোধ সম্পর্কে মন্ত্রী বলেন, সড়ক পরিদর্শণ করতে এসে বেশ কয়েকটি জায়গায় আমি যানজটে পড়েছি। যারা হরতাল আহবান করেছেন তাদের ব্যবসা
প্রতিষ্ঠান খোলা রয়েছে, যানবাহনগুলো রাস্তায় চলছে। তারাই যেখানে তাদের কর্মসুচী মানছেন না, সেখানে সাধারণ মানুষ তাদের কর্মসুচী কী করে মানবেন।
এসব কর্মসুচীর নামে পেট্রলবোমা মেরে বিদেশে দেশের ভাবমূর্তির ওপর হামলা করা হচ্ছে। এ থেকে আমাদের ফিরে আসতে হবে।