সোনার দাম বাড়ল

Slider অর্থ ও বাণিজ্য


ঢাকা: আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় বাংলাদেশেও সোনার দাম বাড়ানো হয়েছে। আজ বৃহসপতিবার এই নতুন দাম কার্যযকর হয়েছে।

জানা গেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারের অস্থিতিশীল অবস্থায় এবার দাম বাড়ল স্বর্ণের। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এবার দেশীয় বাজারেও স্বর্ণের দাম বেড়েছে।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশীয় বাজারেও প্রতি ভরিতে স্বর্ণের দাম ৩ হাজার ২৬৫ টাকা বেড়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ২৬৫ টাকায়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কেবল স্বর্ণের দাম নয়, প্রায় প্রতিটি পণ্যের দামই বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে যা ৭ বছরে সর্বোচ্চ। অন্যদিকে ১১ বছরের রেকর্ড ভেঙেছে নিকেলের দাম। এ ছাড়া অ্যালুমিনিয়ামের দামও অবস্থান করছে সর্বোচ্চে।

আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল অবস্থার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। দিনকে দিন বেড়েই চলছে ভোগ্যপণ্যের দাম। এ ছাড়া ভোজ্যতেলের বাজারেও বিরাজ করছে অস্থিরতা। কেবল দ্রব্যমূল্যের বাজারই নয়, সিলিন্ডার গ্যাসের দামও ছাড়িয়ে গেছে সব রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *