ইউক্রেনে রাশিয়ার হামলার প্রথম পাঁচ দিনে ২২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।
কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে ৫২৫ জন বেসামরিক লোক আহত হয়েছে।
জেনেভায় জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই হতাহতের বেশিরভাগই ভারী কামান, মাল্টি-লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং বিমান হামলাসহ বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে ঘটেছে।’
সংস্থাটি বলেছে, তারা বিশ্বাস করে যে, প্রকৃত মৃত্যুর সংখ্যা ‘অনেক বেশি’। কারণ, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের তথ্য দেরিতে পাওয়া যাচ্ছে।