নীলক্ষেতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Slider শিক্ষা


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজে স্নাতকের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার দুপুর সোয়া ১২টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

দুই দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেগুলো হলো ঢাবি অধিভুক্ত সাত কলেজের সব আসনে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা। এছাড়াও অপেক্ষমাণ শিক্ষার্থীদের মেধা তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, সাত কলেজের প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকলেও ভর্তি স্থগিত রাখা হয়েছে। বিষয় মনোনয়নের সময় সাত কলেজের আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি বলা হয়। অথচ চূড়ান্ত মনোনয়নের পর বলা হচ্ছে, আসন সংখ্যা ২৩ হাজার ২৬২টি। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

শিক্ষার্থীরা জানান, ফাঁকা আসন পূরণসহ দুই দফা দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি আমরা শাহবাগে সমাবেশ করেছি। এরপরও কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো কর্ণপাত করেনি। অথচ অনেক শিক্ষার্থী সাত কলেজে অপেক্ষমাণ থাকায় অন্য কোথাও ভর্তি হননি।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি হলো ফাঁকা আসনে ভর্তি নিয়ে দ্রুত ভর্তির সুযোগ দেয়া। আমরা এর আগেও আবোদন জানিয়েছি। এতে কাজ না হওয়ায় আজ নীলক্ষেত অবরোধ করেছি।

এসময় ‘উই ওয়ান্ট কলেজ, উই ওয়ান্ট সাবজেক্ট’, ‘মানি না, মানবো না’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *