ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ সপ্তম দিন। এই কয়েকদিনে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা।
এদিকে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে বিদেশ থেকে ৮০ হাজার ইউক্রেনীয় দেশে ফিরেছেন।
ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ৮০ হাজার ইউক্রেনীয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে বিদেশ থেকে দেশে ফিরেছে।
বুধবার টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই পুরুষ। তারা সামরিক বাহিনী এবং অন্যান্য আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেছেন।