বাংলাদেশে অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিতের আহবান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সোয়্যাার। বাংলাদেশে গত ৬০ দিনের সহিংসতা এবং সাধারণ জীবন-যাপন বিঘœ সৃষ্টির ঘটনা বন্ধের ব্যবস্থা নিদে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন তিনি। আজ ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুগো সোয়্যার বলেন, ব্রিটেন বাংলাদেশের পুরনো বন্ধু। আমি বিশেষভাবে গত ৬০ দিনের সহিংসতা এবং জীবন-যাপনে বিঘœ সৃষ্টির ঘটনায় শোকাহত, যা বাংলাদেশে অসংখ্য মানুষের নিরাপত্তা, শিক্ষা এবং জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলেছে। গণতান্ত্রিক বাংলাদেশে এসবের কোন স্থান নেই। তিনি বলেন, উৎকন্ঠা হ্রাসে এবং একটি অংশগ্রহণমূলক ও সমন্বিত রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে যুক্তরাজ্য সকল রাজনৈতিক দল, সরকার এবং সমাজের অন্যান্যদের সহিংসতা বন্ধ করে আস্থা গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছে।