ইউক্রেনের উপরে বড় মাপের হামলা চালাতে যাচ্ছে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভের দিকে যাচ্ছে রাশিয়ার বিশাল এক সামরিক বহর। বিবিসি জানিয়েছে, স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, সামরিক বহর প্রায় ৪০ মাইল বা ৬৫ কিলোমিটার দীর্ঘ। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি এ ছবি প্রকাশ করেছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষন করে দেখা যাচ্ছে, বেলারুশ থেকেও হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
সেখানে সেনাবাহিনী ও যুদ্ধ হেলিকপ্টার অবস্থান করছে। ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলের কম দূরত্বে এই সমর প্রস্তুতি নেয়া হচ্ছে। কিয়েভ দখলে রাশিয়া উঠে পড়ে লেগেছে বলেও জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।
সেখানে হামলা জোরদার করেছে দেশটি। রুশ সেনারা কিয়েভের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেছে ইউক্রেন।