ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করলো রুশ সেনারা

Slider সারাবিশ্ব

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রুশ সেনারা। এখন শহরটির রাস্তাগুলোতে রাশিয়ার সেনাদের আটকাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। রোববার সকাল থেকেই শহরের বিভিন্ন অংশে গোলাগুলি শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন করে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই অংশ হিসেবে দেশটির বিভিন্ন সামরিক ঘাটি, তেল ও গ্যাস লাইন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা করা হচ্ছে। এ খবর দিয়েছে এপি।

খবরে জানানো হয়েছে, খারকিভ শহরটি রাশিয়ার সীমান্ত থেকে ২০ কিলোমিটার ভেতরে। প্রথমেই খারকিভের দিকে অগ্রসর হয়েছিল রুশ সেনারা। তবে রোববার পর্যন্ত তারা খারকিভের পাশে অবস্থান করছিল।
ইউক্রেনের ভেতরে অভিযান চালাতে এই শহরকে পাশ কাটিয়েই চলছিল রুশ সেনারা। তবে রোববার ভোরে খারকিভে প্রবেশ করেছে তারা। প্রায় ১৪ লাখ মানুষের এই শহরটিতে এখন যুদ্ধ চলছে। বাসিন্দাদের নিজ গৃহে অবস্থানের নির্দেশ দিয়েছে শহর কর্তৃপক্ষ।

রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব। তারা অস্ত্র ও গুলি পাঠাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর কাছে। পাশাপাশি অর্থনৈতিকভাবে রাশিয়াকে পঙ্গু করে দিতে কঠিন সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশটির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *