ইউক্রেন যুদ্ধে ৪৫০ জন রাশিয়ার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেন্স। তিনি বলেছেন, চলমান অভিযানে এখন পর্যন্ত ৪৫০ জন রুশ সেনা নিহত হয়েছে। তাদের অভিযান বন্ধ করার কোনো আলামত পাওয়া যাচ্ছে না।
শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইউক্রেনে অভিযান হলেও এখন পর্যন্ত বড় কোনো দখল করতে পারেনি রাশিয়া। তবে পুরো ইউক্রেন তারা দখল করার লক্ষ্য নিয়েছে বলে মনে হচ্ছে।
এদিকে, ইউক্রেনে চলমান রুশ অভিযানকে বর্বরতা আখ্যা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এক টুইটে তিনি বলেন, ইউক্রেনে পুতিনের হামলা একটি বর্বরতা।